দাবি বাস্তবায়নে প্রতীকী অনশনের ঘোষণা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‘রাজধানীর বিজয় সরণিস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প’ দুটির দাবি বাস্তবায়নে আজ সোমবার বেলা ১২টায় সচিবালয়ের গেইটে প্রতীকী অনশন করবে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আমরা ‘বস্তি পুনর্বাসন ও শহিদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচী থেকে প্রতীকী অনশনের ঘোষণা দেন শহিদ আব্দুল কাদের এর সন্তান আলহাজ আব্দুর রহিম। এসময় বস্তিবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। লাগাতার অবস্থান কর্মসূচিতে আব্দুর রহিম বলেন, আমরা শহিদ মুক্তিযোদ্ধা পরিবার হলেও লুটপাট, সন্ত্রাস ও অরাজকতায় দুটি বিষয়ে ভুক্তভোগী। একটি রাজধানীর বিজয় সরণিস্থ কলমিলতা বাজার ও আরেকটি মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প। আমরা শহিদ মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘদিন ধরে উল্লেখিত বিষয় দুটির সমাধান চেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সমাধান পাইনি। হাসিনা সরকারের পতনের পরও এখনও বিষয় দুটির সমাধান হচ্ছে না। এমতাবস্থায় আমাদের বিষয় দুটির সমাধানের জন্য প্রধান উপদেষ্টাসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আব্দুর রহিম আরও বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ভূমিমন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের আইজিপি বরাবরে যথাযথ ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভূমি মন্ত্রণালয় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনও করেন। প্রজ্ঞাপনে আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন। অদৃশ্য কারণে সাত মাস অতিবাহিত হলেও এর কোনো অগ্রগতি নেই। প্রতিবেদন দাখিলও হয়নি, বস্তিবাসীদের ভাগ্যও পরিবর্তন হয়নি। অথচ, আমলাদের ও উপদেষ্টাদের ভাগ্য ঠিকই পরিবর্তন হচ্ছে। এমতাবস্থায় রাজপথে নেমে আন্দোলন করা ছাড়া আমাদের হাতে আর কোনো পথ নেই। কাজেই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথেই থাকবো, প্রয়োজনে জীবন দেব, তবু রাজপথ থেকে পিছপা হব না।