এএইউবির ১৭তম একাডেমিক কাউন্সিল সভা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) ১৭তম একাডেমিক কাউন্সিল সভা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এএইউবির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহার সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একাডেমিক কাউন্সিল কেবল একটি নীতিনির্ধারণী ফোরাম নয়, বরং এটি এমন এক সৃজনশীল বুদ্ধিবৃত্তিক পরিসর, যেখানে আমাদের জাতীয় অগ্রগতির রূপরেখা নির্ধারিত হয়। প্রযুক্তি উৎকর্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কেবল ডিগ্রির মধ্যে সিমাবদ্ধ না রেখে বরং জীবন ও সমাজ গঠনের উপযোগী শক্তিশালীভিত্তি গড়ে তোলার উপর তিনি জোর দেন। এরই ধারাবাহিকতায়, সভায় এএইউবির বর্তমান পাঠ্যক্রম আরও যুগোপযোগী এবং হালনাগাদকরণ, সর্বাধুনিক শিক্ষা-পদ্ধতি গ্রহণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার পরিসর সম্প্রসারণে আরও উদ্যেগী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন যে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক কৌশলগত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য গবেষণাভিত্তিক শিক্ষার পরিধি বিস্তার, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশীপকে আরও শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলার লক্ষ্যে আভিযানিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি। সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও অন্যান্য সদস্যদের পাশাপাশি বিমানবাহিনী, এমআইএসটি, বিএটিসি, বিএমইউ এবং সিএএবি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
