হাইকোর্টে মাদকসহ আটক এক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টের এজলাস কক্ষে প্রবেশের সময় বিভিন্ন ধরনের মাদকসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। তার নাম খন্দকার হাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে অ্যানেক্স কোর্ট বিল্ডিংয়ে ঢোকার মুখে তল্লাশি চালিয়ে হাফিজুরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে চার পিস ইয়াবা, এক বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, ৫টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গ্যাস লাইট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে- ওই ব্যক্তি আদালতের ভেতরে অবৈধ মাদকসহ প্রবেশের চেষ্টা করছিল। আটক হাফিজুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
