ঢাবির অর্ধশত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৫০ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে প্রথমবারের মতো ‘মুহাম্মদ শাহ আলম’ বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গতকাল বুধবার বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অ্যালামনাই আলহাজ অ্যাডভোকেট মো. শাহ আলমের অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হয়। আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং দাতা আলহাজ অ্যাডভোকেট মো. শাহ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোছা. সুমাইয়া খাতুন অনুভূতি প্রকাশ করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বৃত্তিপ্রদান কার্যক্রম একটি অসাধারণ উদ্যোগ। বিভাগে এসে নব্বই বছর বয়সের একজন অ্যালামনাইয়ের বৃত্তি প্রদান করার উদ্যোগ খুবই প্রশংসনীয়। এটি সবার জন্য শিক্ষণীয় বিষয়। বিভাগের ঐতিহ্য ধারণ করে সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
