নারায়ণগঞ্জের মহাসড়কে তীব্র যানজটে চরম ভোগান্তি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী এবং যানবাহন চালকরা চরম ভোগান্তি পড়েন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ যানজট শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত সড়কে যানজট ছিল। জানা গেছে, মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মদনপুর হয়ে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত উভয় লেনে যানজটে আটকা পড়েন যাত্রী এবং যানবাহন চালকরা। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও একই অবস্থা। কাঁচপুর হাইওয়ে পুলিশ বলছে, সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও অতিরিক্ত যানচলাচলের কারণে এ যানজট সৃষ্টি হয়। যানচলাচল ধীরগতিতে চলার কারণেই যানজট। কাঁচপুর থেকে মোগরাপাড়ার উদ্দেশে আসা মানিক মিয়া বলেন, কাঁচপুর থেকে ছোট একটি বাসে উঠার পর প্রায় ১ ঘণ্টা ধরে কাঁচপুর বিসিক অংশে আটকা ছিলাম। প্রায় ২ ঘণ্টায় লাঙ্গলবন্দ এসে সড়ক স্বাভাবিক পেয়ে কোনোমতে আসতে গন্তব্যে আসতে পেরেছি। সফিকুল আলম নামের আরেক যাত্রী জানান, রাস্তার উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। মোগরাপাড়া চৌরাস্তা মিনিবাস নাফ পরিবহন যাত্রী সুমন সরকার জানান। তিনি মদনপুর যাবেন। বাসে ওঠার পর বাস টিপরদী যাবার পরপরই যানঘটে পড়ে। গাড়ি ধীরে ধীরে প্রায় আড়াই ঘণ্টায় জাঙ্গাল আসে। এক পর্যায়ে তিনি বাস থেকে নেমে পায়ে হেঁটে মদনপুরে পৌঁছে। নাফ পরিবহনের অন্য এক যাত্রী আলমগীর হোসেন জানান, এ মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে খনাখন্দে পরিণত হয়।
