খুলনায় সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ব্যাংকে লুট
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনার রুপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এসময় সিসি ক্যামেরা কাপড় দিয়ে এ লুটের ঘটনা ঘটে। তবে ব্যাংক ডাকাতির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকাল থেকে গত শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহের শেষদিন গত বৃহস্পতিবার বিকাল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে ব্যাংকে কোনো পাহারাদার ছিল না। গত শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানায় অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে জানা যায় ওই ব্যাংক থেকে ১৬ লাখ টাকা লুট হয়ে গেছে। পুলিশ সূত্র আরও জানায়, ব্যাংক লুটের ঘটনাটি পূর্ব পরিকল্পিত হওয়ার সম্ভাবনা বেশি। সিসি ক্যামেরার অবস্থান দুর্বৃত্তদের আগে থেকেই জানা ছিল। এজন্য তারা ব্যাংকের সিসি ক্যামেরায় কাপড় দিয়ে ঢেকে অর্থ লুট করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে নিরাপত্তা প্রহরী আফজাল, আবুল কাশেম ও তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখার ম্যানেজার মো. কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকার বেশি ছিল। সেখানে ১৪২০ টাকা পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করে সবাই চলে যান।
