উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রামের কর্ণফুলী টানেল সাইট অফিসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে গত শুক্রবার তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়। আজ শনিবার পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ ও নির্বাহী প্রকৌশলী (নদীশাসন) মো. ওয়াশিম আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ও প্রশিক্ষণ প্রদানকালে সচিব প্রকল্প ব্যবস্থাপনার বিষয়ে বিস্তৃত ধারণা প্রদান করেন। নিয়মতান্ত্রিকভাবে প্রকল্প পরিচলনা, সফলভাবে প্রকল্প সম্পন্ন করার ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব, প্রকল্প ব্যবস্থাপকের দক্ষতার সঙ্গে প্রকল্প পরিচালনা এবং প্রকল্প পরিচালনার ক্ষেত্রে প্রকল্পের চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা মোকাবিলার বিষয়গুলো সচিব সেতু বিভাগ প্রশিক্ষণকালে আলোচনা করেন। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের কোনো প্রকার ভোগান্তি না হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
