নৌ থানা পুলিশ অভিযানে গ্রেপ্তার আট আসামি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে গত ৮ আগস্ট এমভিসী ওয়েস্টিন-১ লাইটার জাহাজ থেকে ১২ হাজার মেট্রিক টন চিনি চুরির প্রচেষ্টায় চাঁদপুর সদর থানার এক মামলা সংক্রান্তে গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত দু’দিন দেশব্যাপী অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত আটজন আসামিকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ। গত দু’দিন নৌপুলিশের অভিযান পরিচালনাকালে প্রথমে বাগেরহাট জেলার মোংলা থেকে চিনি চুরির প্রচেষ্টায় সরাসরি সম্পৃক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ঘটনার অন্যতম মাস্টারমাইন্ডকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা থেকে আটক করা হয়। তার থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে চাঁদপুর সদর নৌ থানার একটি টিম চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আরও তিনজনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, সর্বপ্রথম জাহাজে থাকা ঘটনায় সংশ্লিষ্ট জাহাজের মাস্টারকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল। সে বর্তমানে আদালতের নির্দেশে চাঁদপুর সদর নৌ থানায় দু’দিনের রিমান্ডে আছে। এই নিয়ে সর্বমোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে থাকা জাহাজের মাস্টার ব্যতীত অন্য সাতজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিরলস চেষ্টাসহ জোরদার অভিযান অব্যাহত রেখেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
