মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীত করে কলেজের অনুরূপ চারস্তরীয় পদসোপান প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষকারা। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষকরা এ দাবি জানান। পাশাপাশি দ্রুততম সময়ে সহকারী শিক্ষকদের অ্যাডভান্স ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতিযোগ্য সহকারী শিক্ষকদের দ্রুততম সময়ের মধ্যে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির ব্যবস্থা এবং শিক্ষকদের পদোন্নতিযোগ্য পদ সীমিত থাকায়, এসব পদে অন্য কোনো পক্ষের পদোন্নতি বা পদায়ন না হওয়া নিশ্চিত করারও দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা।
