চলন্ত গাড়িতে অচেতন হয়ে চালকের মৃত্যু

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা লিংক রোডে চলন্ত গাড়িতে অচেতন হয়ে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুর রহমান (৩৫)। তিনি এনডিই বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির ঢালাই মিক্সচারের গাড়িচালক ছিলেন। গতকাল বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।