মানুষ-হাতি সংঘাত কমাতে জরুরি পদক্ষেপে গুরুত্বারোপ উপদেষ্টার

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মানুষ-হাতি সংঘাত কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, মানুষ-হাতি সংঘাত নিরসনে পরিবেশগত সীমানায় বায়ো-ফেন্সিং নির্মাণের অংশ হিসেবে ১০ কিলোমিটার জীবন্ত কাঁটাযুক্ত উদ্ভিদের বেড়া (বেত, লেবু ও বরই) তৈরি করা হবে। গতকাল বুধবার বন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে (বন ভবন) বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, হাতি সংরক্ষণের জন্য তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা অত্যন্ত জরুরি। হাতিবান্ধব গাছ লাগানো, হাতির করিডোর চিহ্নিত ও সংরক্ষণ, সঠিক হাতির সংখ্যা নির্ধারণে জরিপ পরিচালনা এবং মানুষ-হাতি সংঘাত কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। উপদেষ্টা আরও বলেন, পোষা হাতির নিয়ন্ত্রণ, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং হাতির জন্য টেকসই আবাসস্থল নিশ্চিত করা অপরিহার্য। তিনি জানান, হাতি সংরক্ষণের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি