বিএমইউর বহির্বিভাগ সেবার উন্নয়ন ও রোগীবান্ধব করার লক্ষ্যে মতবিনিময়
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, সব কর্মচারী, কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এর ওপিডি বা বহির্বিভাগ সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সহযোগিতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কার্যকর, সহানুভূতিশীল ও রোগী-কেন্দ্রিক সেবা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করে ওপিডিকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তুলতে হবে। গত বুধবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এর এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ (ওপিডি) কার্যক্রমের ওপর ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা: বর্তমান ও করনীয়’ শীর্ষক উপস্থাপনায় তিনি এ কথা বলেন। বিএমইউ এর বহির্বিভাগ সেবাকে আরও উন্নত ও রোগী বান্ধব করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনময় এর বহির্বিভাগ-১ এবং ২ এ কর্মরত সব মেডিকেল অফিসার, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্সং, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, অউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় সেবার আয়োজন করা হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার উপস্থাপনায় উল্লেখ করেন, বিএমইউ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে বিএমইউ দেশে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্য হলো গবেষণা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সেবার মান উন্নত করা। বিএমইউ শিক্ষক, রেসিডেন্ট ও কর্মীদের মধ্যে উদ্ভাবন, ধারণা এবং অন্তর্দৃষ্টি বিকাশের সুযোগ তৈরি করছে। শিক্ষার্থীরা পেশাগত দক্ষতা, জ্ঞান, সহানুভূতি এবং সমালোচনামূলক চিন্তাভাবনাসহ প্রস্তুত হয় সেই কাজটি করে যাচ্ছে। যাতে শিক্ষার্থীরা সক্রিয় সমাজসেবায় অংশগ্রহণের মাধ্যমে তাদের সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে পারে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনের স্বাস্থ্যসেবা পরিস্থিতিতে কীভাবে প্রয়োগ করতে হয় তা শিখতে পারে বিএমইউ থেকে। বিএমইউ বিভিন্ন আকর্ষণীয় কোর্স অফার করে যা পেশাগত উন্নয়ন এবং কর্মজীবনে অগ্রগতি প্রদান করে । সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
