তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে

বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাই আন্দোলনের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইনস্টিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল এ কথা বলেন। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কিশোর তরুণরা কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তরুণ কিশোরদের অদম্য স্পিরিট এর কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল উল্লেখ করে তিনি বলেন তরুণদের মধ্যে কোন অলসতা নেই, আছে শুধু উদ্যমও স্পৃহা। আর এ কারণেই তরুণ কিশোরদের অদম্য স্পিরিটের কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে সব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। উপদেষ্টা বলেন, তরুণ কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে, যেটা বড়দের মধ্যে নেই। তরুণদের উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদের মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, কিশোর কিংবা তরুণরা কোনো কাজে পিছপা হয় না। তাই তাদের দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে।