জিডিইউ শিক্ষার্থীদের জন্য এআই প্রশিক্ষণের যাত্রা শুরু

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বিডিসেট প্রকল্পের আওতায় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির (জিডিইউ) শিক্ষার্থীদের জন্য তিন মাসব্যাপী ‘এআই ফর ইমারসিভ টেকনোলজি’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টারের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান গত শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কালিয়াকৈর হাইটেক পার্কে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে পরবর্তীতে ধাপে ধাপে মোট ৪০০ শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। পুরো কোর্সের মেয়াদ তিন মাস, মোট ২৮৮ ঘণ্টা। প্রশিক্ষণে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং মিক্সড রিয়েলিটি প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। সভাপতিত্ব করেন চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর এবং আইইইই বাংলাদেশ সেকশনের পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি