বুয়েট সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগ এবং চীনের বিশ্বসেরা উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষস্থানীয় এবং স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ও গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো : স্থাপত্য ও নকশা শিক্ষা (জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে); ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক অধ্যয়ন; নগর নকশা ও টেকসই নগরায়ণ; ল্যান্ডস্কেপ স্থাপত্য ও পরিবেশবান্ধব পরিকল্পনা। চুক্তিতে সমঅংশীদারিত্ব ও যৌথ একাডেমিক মূল্যবোধ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সহযোগিতার অংশ হিসেবে স্নাতকোত্তর প্রোগ্রাম, শিক্ষক বিনিময় কর্মসূচি, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা কার্যক্রম, যেখানে স্থাপত্য, ঐতিহ্য সংরক্ষণ, নগরায়ণ ও টেকসই উন্নয়ন বিষয়ক গবেষণাকে প্রাধান্য দিয়ে বুয়েট ও সিংহুয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাস্তবায়ন করবে। এই বিষয়ে বুয়েটের প্রতিনিধি বলেন, এই সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশ্বমানের স্থাপত্য শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করবে। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়, এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও গবেষণাগত সক্ষমতা আরও বৃদ্ধি করবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি