চট্টগ্রামে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

নগরীর ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয় এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আহসান প্রকাশ ইয়াছিন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এমএএম আজাদ জানান,