দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ও যৌথ ডিগ্রি চালুর পরিকল্পনা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া, এমএইচ গ্লোবাল গ্রুপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের সঙ্গে ট্রান্স ন্যাশনাল এডুকেশন (টিএনই) বা ক্রস বর্ডার হায়ার এডুকেশন নিয়ে বৈঠক করেছেন। গত ২৬ আগস্ট কমিশন ভবনের ৫ম তলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার ব্রাঞ্চ ক্যাম্পাস স্থাপন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সঙ্গে যৌথ বা দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন- ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। এসময় সভায় উপস্থিত ছিলেন- ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাসুমা হাবিব এবং ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি