না.গঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপির জয়
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেল বিশাল বিজয় অর্জন করেছেন। সমিতির ১৭টি পদের মধ্য ১৬টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীরা। আর একটি মাত্র সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেলের এড. আফরোজা জাহান বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ১১৭২ জন ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোটার ভোট প্রদান করেছেন। এবারের নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের দুই প্যানেলের একটিতে নেতৃত্বে ছিলেন সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। সেই সঙ্গে বিএনপিপন্থি আরেকটি প্যানেলের নেতৃত্বে ছিলেন সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব। জামায়াত সমর্থিত আইনজীবীদের প্যানেলের নেতৃত্বে ছিলেন সভাপতি অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া।
