অর্থনৈতিক অঞ্চলে আবাসন ব্যবস্থার উদ্যোগ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানের জন্য স্বল্প ব্যয়ে আবাসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত এক এক বিশেষ সভা আয়োজিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বেজা, বিডা, মিডা ও পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, আইএফসির সিনিয়র অপারেশন্স অফিসার মিজ আয়েশা বেগ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়ন ব্যবস্থাপনাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এবং শ্রমিক ও অন্যান্য কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনে কীভাবে কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই অর্থনৈতিক অঞ্চলের আবাসন ব্যবস্থাকে একটি স্থানে সীমাবদ্ধ না রেখে শিল্প নগরের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। এতে শিল্পনগরের কর্মীদের কর্মক্ষেত্রে যাতায়াত সহজ হবে।
