ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের বরণ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত বৃহস্পতিবার কাজী মোতাহার হোসেন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ৩য় বর্ষের শিক্ষার্থী আবরার তামিম ও মারজানা তাসনিম অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানের শুরুতে ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
