কিশোর গ্যাংয়ের ১০২ সদস্যকে আদালতে নিল পুলিশ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহতের ঘটনায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ১০২ জনকে আদালতে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন- আদবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া।
ওসি বলেন, গত সোমবার রাতে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১০২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার একেএম মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার ১০২ জনকে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও রিমান্ড আবেদন করা হয় নি।
গত সোমবার রাতে রাজধানীর আদাবর এলাকায় দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর ভয়াবহ হামলা চালায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আদাবর থানার এ সদস্য এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তারা ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ভয়াবহভাবে জখম করে। আহত পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। হামলায় আরও জড়িত ছিল নাজির, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু।
স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদপুর-আদাবর ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেল হাজতে থাকায় তার হয়ে এলাকায় এ দুই কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে হত্যা করেছে তারা।
