বিএমইউ ও বুয়েটের যৌথ উদ্যোগে সেমিনার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর যৌথ উদ্যোগে রেডিওলজিতে এআই এর ব্যবহার, গুরুত্ব ও স্থানীয়ভাবে এআই এর উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অত্র বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ ও বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। সভাপতিত্ব করেন- বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ‘এন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এনাবেল্ড ওয়েব-অ্যাপ্লিকেশন ফর অ্যাসিসটিভ অনলাইন রিপোর্টিং অফ রেডিওলজিক্যাল ইমেজেস’ শীর্ষক গবেষণা প্রকল্পের ডিসেমিনেশনের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। এই প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উন্নত প্রযুক্তির এই বিশ্বে এআই একটি বিশেষ জায়গা করে নিয়েছে। বিএমইউ ও বুয়েট যৌথভাবে কাজ করলে দেশে স্বাস্থ্যসেবাখাত আরও একধাপ এগিয়ে যাবে। মেডিকেল রেকর্ড কিপিংসহ অনেক কিছুই বাস্তবায়ন সম্ভব। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
