৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ চূড়ান্ত নিয়োগসহ তিন দাবি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত পুনঃফলাফল প্রকাশ, গেজেট প্রকাশ এবং চূড়ান্ত নিয়োগ নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ৪৪তম বিসিএস লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. মুজাহিদ ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, অনতিবিলম্বে ৪৪তম বিসিএসের পুনঃফলাফল প্রকাশ এবং ডিসেম্বর ২০২৫-এর মধ্যে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭১০ পদে নিয়োগের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ প্রার্থী। তিন ধাপের পরীক্ষার পর বিপিএসসি ২০২৫ সালের ৩০ জুন ১৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করে। তবে এর মধ্যে ৩৭২ জন রিপিট ক্যাডার হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। বিক্ষোভ ও আলোচনার পরিপ্রেক্ষিতে বিপিএসসি সিদ্ধান্ত নেয় রিপিট ক্যাডারদের স্থলে মেধাক্রম অনুযায়ী নতুন প্রার্থী সুপারিশ করা হবে। কিন্তু দুই মাসেরও বেশি সময় পার হলেও বিধি সংশোধনজনিত জটিলতায় ফলাফল পুনঃপ্রকাশ হয়নি। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অভিযোগ করেন, সাধারণত ফলাফল প্রকাশের পরপরই ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এবার তা হয়নি।

ফলে স্বাস্থ্য পরীক্ষা, ভেরিফিকেশনসহ নিয়োগ-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রয়েছে। তারা জানান, নির্বাচনের আগে গেজেট প্রকাশ না হলে এই বিসিএস ইতিহাসের দীর্ঘতম নিয়োগ প্রক্রিয়ায় পরিণত হতে পারে, যা শেষ হতে ৫-৬ বছরও লেগে যেতে পারে। এতে অনেকে বয়সসীমা অতিক্রম করছেন এবং মানসিক চাপে ভুগছেন।