অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

দরিদ্র, অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে কালীগঞ্জ উপজেলায় দুটি গ্রামের প্রত্যন্ত বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোছা. জাকিয়া সুলতানা। এতে সভাপতিত্ব করেন পিএফ এর নিবার্হী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ।

বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌসুর রহমান ও লালমনিরহাট জেলার সমাজসেবা অফিসার (রেজি.) সুকান্ত সরকার ও দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, প্রফিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগম, ফিল্ড অফিসার মোছা. মুন্নি বেগম, ভলান্টিয়ার মোছা. সুজিতা নাজমিন প্রমুখ।

সংস্থার নির্বাহী পরিচালক জানান যে আমাদের এই কার্যক্রম আগামীতে কালীগঞ্জ উপজেলায় প্রত্যেকটি এলাকায় আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে।