বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান জব্দ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সীমান্ত থেকে প্রায় ১৭৭ কোটি ২১ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের দাবির মধ্যে ৩টি দেশি/বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ৩টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৮১৫ রাউন্ড গোলাবারুদ এবং ৮টি অন্যান্য অস্ত্রও রয়েছে। গেল মাসে তারা দেশের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করেছে। গতকাল রোববার বিকেলে বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১২,৩৭,৬৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬০১ গ্রাম হেরোইন, ৭,৮৮৮ বোতল ফেনসিডিল, ৯,৫২৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৭৭ ক্যান বিয়ার, ১৫৪৮কেজি গাঁজা, ২,৫৫,৬৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২০২ কেজি তামাক পাতা, ২০ বোতল এলএসডি, ১,৭৪,৭১৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,১৪৫ বোতল ইস্কাফ সিরাপ, ২০,৭২০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১৮,০৭,৪৯০টি বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট। সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪৬ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত দিয়েছে তারা।
