কেকেবিএইউতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষে গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহাম্মদ (সা.)-এর প্রবর্তিত ইসলামিক নীতি ও মূল্যবোধসমূহ আজও মুসলিমদের জীবন পরিচালনার মূল ভিত্তি।
তাই ঈদে মিলাদুন্নবী কেবল একটি উদযাপন নয়, বরং নবীর শিক্ষা অনুসরণ করে নিজেদের জীবনকে আলোকিত করার একটি সুযোগ। তিনি হলেন মানব জাতীর পথ প্রদর্শক। সুতরাং তার জীবন অনুসরণ ছাড়া মানব জীবনে শান্তি আশা করা যায় না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম। তিনি তার আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক, তার চারিত্রিক গুণাবলী, দয়া ও ন্যায়পরায়ণতার দিক নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক ও প্রকৌশল অনুষদের ডিন (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট টিচার প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী, সিএসই বিভাগের প্রভাষক ফয়সাল হাবিব রাইম এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
