বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটিঅ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর যৌথ আয়োজনে ‘Harnessing the Youth Dividend: Peace and Security Imperatives for Bangladesh in a Changing World’ শীর্ষক সেমিনার বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্দেশ্য ছিল নীতি-নির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, প্র্যাকটিশনার এবং তরুণদের একত্রিত করে জাতীয় নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজের অবদান নিয়ে আলোচনা করা। মেজর জেনারেল ইফতেখার আনিস উদ্বোধনী সেশনের স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে বিআইআইএসএস ও বিইউপির গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথাগত নিরাপত্তা, সীমান্ত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, যুব নেতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান (অবসরপ্রাপ্ত), সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ; ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, শান্তি ও সংঘাত অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং মিস মুনিরা সুলতানা, ডেপুটি ম্যানেজার, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি