সাতক্ষীরার উন্নয়ন নিয়ে ‘মিথ্যা সংবাদে’ ক্ষুব্ধ উন্নয়ন ফোরাম

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার ‘বিশেষ বরাদ্দ’ নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম। সংগঠনটি বলেছে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সাতক্ষীরার দীর্ঘদিনের উন্নয়ন আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। গতকাল মঙ্গলবার ফোরামের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, ‘উন্নয়ন বরাদ্দে বৈষম্য থামছে না: স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার পিএসের বরাদ্দ সিন্ডিকেট সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ’ শিরোনামে প্রচারিত সংবাদের তথ্য অসত্য ও বিভ্রান্তিকর। বরং জেলার দীর্ঘদিনের অবহেলা দূর করতে এই বরাদ্দ প্রয়োজনীয় ও সময়োপযোগী। সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম দাবি করে, জেলার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গত ১৫ বছরে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। অথচ কৃষি, মৎস্য, রপ্তানি ও সীমান্ত বানিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাতক্ষীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বরাদ্দে বঞ্চিত। বিবৃতিতে আরও বলা হয়, ‘জেলার উন্নয়নে ভোমরা স্থলবন্দর সম্প্রসারণ, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ, জলাবদ্ধতা নিরসন, টেক্সটাইল মিল পুনঃচালু, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আধুনিক স্টেডিয়াম ও হ্যাচারি স্থাপনসহ বহু প্রকল্প জরুরি। এসব প্রকল্পের দাবিকে বিতর্কিত করতে একটি চক্র ষড়যন্ত্র করছে।’

ফোরাম অভিযোগ করে, সাংবাদিকদের বিভ্রান্ত করে মিথ্যা তথ্য সরবরাহ করে জেলার উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিবৃতির মাধ্যমে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় এবং এই ধরনের ‘অপপ্রচার’ বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।