অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে সাভারে অভিযান

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সাভারের কোন্ডা ও বলিয়ারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এ সময় রিয়াদ এন্টারপ্রাইজ, নামবিহীন মশার কয়েল কারখানা, শরীফ কেমিক্যাল ওয়ার্কস ও এন এম আর এন্টারপ্রাইজ নামের চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া একটি অবৈধ আবাসিক সংযোগ ও তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়।