দেড় মাস পর বাড়ি ফিরল মাইলস্টোনের আহত তিন শিক্ষার্থী
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও তিন শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দেড় মাসেরও বেশি সময় পর তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। বাড়িতে ফেরা তিন শিক্ষার্থী হলো- আলভীরা, সামিরা এবং নুসরাত। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তারা এখন সেরে উঠেছে। এজন্য এই তিনজনকে আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাইলস্টোনের দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে। এখনও ১৩ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
