পল্লী উন্নয়নে জাইকাণ্ডবিআরডিবি মতবিনিময় সভা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

তৃণমূল পর্যায়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও Japan International Cooperation Agency (JICA) এরমধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার বিআরডিবির মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সরদার মো. কেরামত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় JICA প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন মি. তাকেশি ইকেদা। সভায় মি. ইকেদা জানান যে, জাইকার একটি প্রতিনিধি দল গত ২৫-২৬ আগস্ট ২০২৫ তারিখে বিআরডিবি কর্তৃক সফলভাবে বাস্তবায়িত ‘গাইবান্ধা সমন্বিত দারিদ্র্য দূরীকরণ প্রকল্প’-এর আওতায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় গঠিত One Palli One Product: পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী পরিদর্শন করেছে। তিনি গাইবান্ধায় চলমান OPOP কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং উক্ত কার্যক্রমের প্রসারে জাপানিজ ভলান্টিয়ার প্রেরণের প্রস্তাব করেন। বিআরডিবির মহাপরিচালক সরদার মো. কেরামত আলী ভলান্টিয়ার প্রেরণের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জাপানের বিখ্যাত One Village One Product (OVOP) এর অনুসরণে এবং গাইবান্ধার অভিজ্ঞতার আলোকে One Palli One Product (OPOP) প্রসারে বিআরডিবির উদ্যোগের বিষয়টি তুলে ধরে জানান যে, এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন রয়েছে। এক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা ও সহযোগিতা OPOP প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে। সরদার মো. কেরামত আলী বলেন যে, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বার্ড, বিআরডিবি ও জাইকা কর্তৃক উদ্ভাবিত বিখ্যাত ‘লিংক মডেল’ বিআরডিবির আওতায় ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি)’-এর মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে JICA-এর সহায়তায় বাস্তবায়িত পিআরডিপি প্রকল্পের ৪র্থ পর্যায়ের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
