১১ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত রোববার বঙ্গোপসাগরে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ নিয়মিত টহল চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব অটুট রাখা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ০১টি বোট এবং ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোট দেখতে পায়। এ সময় বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী জাহাজ বোটটির কাছে যেতে থাকে। নৌবাহিনীর জাহাজের আগমন টের পেয়ে বোটের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ১১ জন পাচারকারীসহ ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটটিকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
