মোবাইল অ্যাপে মিলবে প্রতিদিনের ‘বাজারদর’

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের প্রতিদিনের মূল্য জানাতে ‘বাজারদর’ নামে একটি অ্যাপ চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন শতাধিক পণ্যের দাম হালনাগাদ করা হচ্ছে। অ্যাপটির প্রচারণায় গতকাল বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রতিদিন বাজারে যাচ্ছেন, কিন্তু নিত্যপণ্যের কোন দামটি সঠিক, তা নিয়ে কি দ্বিধায় পড়ছেন? আর নয় দুশ্চিন্তা! জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে ‘বাজারদর’ অ্যাপস। এখানে পাবেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর হালনাগাদ প্রতিদিন। গুগল প্লে-স্টোর থেকে ‘বাজারদর’ অ্যাপটি ইন্সটল করুন, প্রতিদিনের বাজারদর জানুন এবং সচেতন হোন।’ অ্যাপে প্রবেশ করে দেখা যায়, এখানে ‘খাদ্যসামগ্রী’ এবং ‘অন্যান্য’ নামে দুটি অপশন রাখা হয়েছে। ‘খাদ্যসামগ্রী’ অপশনের মধ্যে চাল, আটা-ময়দা, ভোজ্য তেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ ও গোশত, দুধ, ডিম, শাক ও সবজি এবং ফলের প্রতিদিনের বাজারদর দেখার সুযোগ রাখা হয়েছে। প্রধান খাদ্যশস্য হিসেবে চালের পাঁচটি ধরনের প্রতিদিনের দাম এখানে হালনাগাদ করা হচ্ছে। এরমধ্যে চাল সরু (নাজির-মিনিকেট), চাল মাঝারি (পাইজামণ্ডআটাশ), চাল মোটা (স্বর্ণা-চায়না ইরি), সুগন্ধি এবং কাটারিভোগ চালের প্রত্যেক দিনের দাম এই অ্যাপ থেকে জানা যাবে। আটা-ময়দার ক্ষেত্রে খোলা ও প্যাকেটজাত দুই ধরনের পণ্যেরই দাম দেওয়া রয়েছে।

যেভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন : গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর ব্যবহারকারীর বিভাগ ও জেলা নিবন্ধন করতে হবে। এরপর ‘খাদ্যসামগ্রী’ কিংবা ‘অন্যান্য’ অপশন থেকে নির্দিষ্ট পণ্য সিলেক্ট করে প্রতিদিনের দাম জেনে নেওয়া যাবে। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বাজারদর অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।