পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ২০২৫-২৬ মেয়াদকালের জন্য ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। প্রকৌশলী মো. শাহজাহান সিরাজকে সভাপতি ও প্রকৌশলী মো. শাহেদুল আজিমকে (সজল) মহাসচিব করে এ পরিষদ গঠন করা হয়। গত বুধবার গণমাধ্যমে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পানি উইং হতে ফরিদপুর বাপাউবোর মধ্য-পশ্চিমাঞ্চল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) প্রকৌশলী মো. শাহজাহান সিরাজকে সভাপতি এবং বিদ্যুৎ উইং হতে ঢাকা বিউবোর বৈদ্যুতিক সরঞ্জাম পরিদপ্তরের পরিচালক (তত্ত্ব. প্রকৌ.) প্রকৌশলী মো. শাহেদুল আজিমকে (সজল) মহাসচিব নির্বাচিত করে পানি ও বিদ্যুৎ উইংয়ের প্রকৌশলীদের সমন্বয়ে ২০২৫-২৬ মেয়াদকালের জন্য বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
