বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিতীয় যৌথ প্ল্যাটফর্ম সভা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের কার্যালয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিতীয় যৌথ প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সিইও, পিপিপি কর্তৃপক্ষ ও ডেনমার্কের পক্ষে লিনা গান্দলোসে হ্যানসেন, স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডেনমার্ক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প চালু হলে দেশের বন্দর সক্ষমতা বাড়বে, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা জোরদার হবে এবং বৈশ্বিক মানদণ্ডে দক্ষ ও পরিবেশবান্ধব বন্দর পরিচালনা সম্ভব হবে। সভা শেষে উভয়পক্ষ দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশ-ডেনমার্ক অংশীদারিত্বকে টেকসই পিপিপি সহযোগিতার একটি উদাহরণ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি