হত্যা মামলার আসামি জাপানি হান্নান গ্রেপ্তার

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গত শনিবার রাতে গ্রেপ্তার হয়েছেন ছাত্র আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’।

বিমানবন্দর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা হান্নানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।