বিএমইউতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউতে) প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত ‘প্যালিয়েটিভ কেয়ার রোগীদের যত্ন নেওয়ার একটি অবিচ্ছেদ্য অংশ : সহানুভূতি, যত্ন এবং নিরাময় (International Scientific Seminar on Palliative Care-An integral Part of Caring the Sick : The Empathy, Caring and Curing)’ শীর্ষক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন- ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে আন্তর্জাতিক মানদ-ের নিরিখে উন্নত প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করাসহ প্যালিয়েটিভ সেবা সম্প্রসারণ ও গবেষণার উপর গুরুত্বারোপ করেন। গতকাল রোববার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, মেডিসন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, প্যালিয়েটিভ মেডিসনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঁইয়া। প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সারোয়ার আলম। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
