সরকারি খরচে ৫ লাখের বেশি মানুষকে আইনি পরামর্শসেবা

* লিগ্যাল এইড ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭ হাজার ২২৮ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে সরকারি খরচে আইনি পরামর্শ ও সহায়তা দিয়েছে এবং জাতীয় হেল্পলাইন ‘১৬৪৩০’ নম্বরে কল করে প্রায় ১ লাখ ৯০ হাজার জন আইনি পরামর্শ পেয়েছেন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ৫ লাখ ৭ হাজার ২২৮ জন আইনি পরামর্শসেবা পেয়েছেন। লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত অসচ্ছল বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড-এর মাধ্যমে ৪ লাখ ৩৮ হাজার ৪৭৪টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৬ হাজার ৩৮৮ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ২ লাখ ৬৮ হাজার ৫২১ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক লিগ্যাল এইড সেল থেকে ২১ হাজার ৭৪৭ জন সরকারি খরচে আইনি পরামর্শসেবা পেয়েছেন। এছাড়া জাতীয় হেল্পলাইন কলসেন্টার ‘১৬৪৩০’ (টোল ফ্রি)-তে কল করে ১ লাখ ৯০ হাজার ৫৭২ জন আইনি পরামর্শ নিয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য মতে ২০০৯ সাল থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসওর) এর মাধ্যমে ১১ লাখ ১০ হাজার ৩৬ জন বিচারপ্রার্থী সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন। এ সময়ে ২ লাখ ৩ হাজার ৩২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় ১ লাখ ১২ হাজার ৯১৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং এর মাধ্যমে ২ লাখ ১২ হাজার ৩৫৯ জন প্রতিকার পেয়েছেন। দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য ১৮৭ কোটি ৪৪ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

এছাড়া, দেশব্যাপী জেলা লিগ্যাল এইড কমিটি, থানা লিগ্যাল এইড কমিটি ও শ্রম আদালতগুলোতেও এই সেবা সম্প্রসারিত হয়েছে। আইনগত সহায়তা গ্রহণের জন্য সেবা গ্রহীতাদের জন্য অনলাইন আবেদন পদ্ধতি ও হেল্পলাইন (১৬৪৩০) চালু করা হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালনা করে।