যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী নারীকে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
‘মিতালি-৭’ নামক যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী এক নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। গত সোমবার দিবাগত রাতে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘মিতালি-৭’ লঞ্চটি চাঁদপুরের হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে গর্ভবতী ওই নারীর শ্বাসকষ্ট শুরু হলে জীবনের ঝুঁকি দেখা দেয়। পরে রোগীর নিকট আত্মীয় কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর-১৬১১১ এ কল করে সহায়তা চাইলে তাৎক্ষণিক কোস্ট গার্ডের মেডিকেল টিম ছুটে যায়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত সোমবার এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে ‘মিতালি-৭’ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
