বিআরডিবির ৯ম-৪র্থ গ্রেড কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত ‘কমিউনিটি অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক পল্লি উন্নয়ন : বিআরডিবি ও ইউনিয়ন পরিষদের যৌথ প্রয়াস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ গত সোমবার বিআরডিবি সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ উন্নয়ন ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে ৯ম-৪র্থ গ্রেডের কর্মকর্তারা অংশ নেন এবং পল্লি উন্নয়নে অংশীদারিত্বমূলক কাজ ও কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআরডিবির মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সরদার মো. কেরামত আলী। অনুষ্ঠানে বিআরডিবির পরিচালক, যুগ্ম-পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকরাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্যে মহাপরিচালক সরদার মো. কেরামত আলী বলেন, মানব-সংগঠনভিত্তিক উন্নত পল্লি গঠনের লক্ষ্য নিয়ে বিআরডিবির বহুমুখী কর্মপ্রয়াস অব্যাহত রয়েছে। তার বক্তব্যে উঠে আসে, বিআরডিবি গ্রামীণ ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব গঠন, আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে নিবেদিত। এ পর্যন্ত ১২২টি প্রকল্প-কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বার্ড, বিআরডিবি ও জাইকা কর্তৃক উদ্ভাবিত লিংক মডেলের মাধ্যমে অংশীদারিত্বমূলক পল্লি উন্নয়ন প্রকল্প (পিআরডিপি) কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই মডেলের মাধ্যমে জন-অংশগ্রহণ, চাহিদাভিত্তিক পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি