‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে, ২০২৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি বিএমএলএস ‘আওয়ার ওশান, আওয়ার অবলিগেশন, আওয়ার অপরচুনিটি’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় সিআইআরডিএপি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান (অব.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, বিআইএমআরএডি-এর (বিআইএমআরএডি মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ (অব.)। এবং টাইসার গ্রুপ সার্ভিসেস লিমিটেডে, লন্ডন-এর কান্ট্রি ম্যানেজার এসএম মইনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহিউদ্দিন আব্দুল কাদির। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই। এবং ড. মীর তারেক আলী, অধ্যাপক, বুয়েট। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শ্বেতা মিশ্র, কমোডর সৈয়দ আরিফুল ইসলাম (অব.)। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি