দেশের কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান ইউজিসির

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরীকমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. এসএম এফায়েজ। সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে পাঠ্যক্রম প্রণয়ন ও অংশীজনদেও অংশগ্রহণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি ও ইউনিসেফর যৌথ উদ্যোগে গতকাল রোববার ইউজিসি অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অন্ষ্ঠুানে কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। এছাড়া কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতিদায়িত্ব) জেসমিন পারভীন এবং ইউনিসেফের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন। কর্মশালায় দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসবিসি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ৩৩ জন শিক্ষক অংশগ্রহণকরেন। সূত্র; সংবাদ বিজ্ঞপ্তি