বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম গণমাধ্যমে অবহিতকরণ সভা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে স্কাউটিং কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্তমান এডহক কমিটি কী কী গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অতীতে বাংলাদেশের স্কাউটিং কেমন ছিল এবং বর্তমানে কেমন চলছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আলোচনার উল্লেখযোগ বিষয়গুলো ছিল দেশের সব উপজেলা, জেলা ও অঞ্চলের কমিটি গঠন, বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ বার্ষিক কাউন্সিল সভা আয়োজন, শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২০ সালের পর থেকে হালনাগাতকরণ, নতুন লিডার তৈরির জন্য অসংখ্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন, প্রশাসনিক উন্নয়ন সাধন, সপ্তম জাতীয় কমডেকা বাস্তবায়ন, হজ্ব ক্যাম্পে সহায়তা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সাহায়তা, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের ভাবমূর্তি সংরক্ষণ ও উন্নয়ন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্য দশ কোটি টাকা বাংলাদেশ স্কাউটস এর অনুকূলে পৃথক কোডে অন্তর্ভুক্তকরণ, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন, আইসিটি জাম্বুরী বাস্তবায়ন, ফ্রিল্যান্সি কোর্স বাস্তবায়ন, জনসংযোগ, ব্র্যান্ডডিং ও মাকেটিং কাজে অধিকতর উন্নয়ন, নিয়মিত অগ্রদূত পত্রিকা প্রকাশ, বিটিভিতে অগ্রদূত অনুষ্ঠান প্রচার, জোটাজোটি বাস্তবায়ন, মেধাবী স্কাউট সম্মাননা প্রদান, মেম্বারশীপ রেজিস্ট্রেশন কার্যক্রম উন্নতকরণ, গার্ল-ইন-স্কাউট সংখ্যা বৃদ্ধি করা, ফাউন্ডেশন সদস্য সংখ্যা বৃদ্ধি অন্যতম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির আহ্বায়ক এবং সিনিয়র সচিব, সড়ক ও মহাসড়ক বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মো. এহছানুল হক, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সদস্য সচিব, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, ডা. মো. আমিনুল ইসলাম, সদস্য, পাবলিক সার্ভিস কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, মো. আসিফ-উল-হক, সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, মাহেনুর জাহান, সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, মু. তৌহিদুল ইসলাম, সদস্য, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস এবং আহ্বায়ক, জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক উপ কমিটি এবং মো. শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটসসহ অন্যান্য প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভরা, ইউনিট লিডার, স্কাউটরা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।