দেশের ২০৭ মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, মোংলা ও ভোলাসহ চারটি জোনে মোট ২০৭টি মন্দির ও পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে কোস্ট গার্ডের সদস্যরা। গতকাল বুধবার নারায়ণগঞ্জের চাষাড়ার শ্রী রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান জিয়াউল হক। তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জানমাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কোস্ট গার্ড।’ জিয়াউল হক জানান, ‘সরকারের নির্দেশনা মোতাবেক হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে। উপকূলীয় এলাকাগুলোর মধ্যে আমাদের ঢাকা জোনে ২৫টি, পূর্ব জোনে (চট্টগ্রাম) ৫৬টি, পশ্চিম জোনে (মোংলা) ৪৪ টি ও দক্ষিণ জোনে (ভোলা) ৮২টি, সর্বমোট ২০৭টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্টগার্ড।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
