রাজধানীতে ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার ধানমন্ডিতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী- চলবে আজ শুক্রবার পর্যন্ত। ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ব্যতিক্রমী এই আয়োজন। মসজিদের চতুর্থ তলায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে সিরাত প্রদর্শনী। সকাল ১০টা থেকে জোহরের আগ পর্যন্ত শুধু পুরুষ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। জোহর থেকে আসর পর্যন্ত প্রদর্শনী দেখার সুযোগ পাবেন নারী দর্শকরা। আসর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে পুরুষ দর্শকদের জন্য। মসজিদুত তাকওয়া সোসাইটির ইমাম মাওলানা আব্দুল হাফিজ মারুফ বলেন, সিরাত প্রদর্শনীকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। রাজধানী ঢাকার বাইরেও অনেকে যশোর, মাগুরা থেকে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে আসছেন।
