জেলা আদালতে ভোগান্তি কমেছে বিচারপ্রার্থীদের
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীরা আগের তুলনায় বর্তমানে অনেক বেশি আইনি সহায়তা পাচ্ছে। বিচারক মামলার মেরিট বিবেচনা, সাক্ষ্য গ্রহণসহ সব ধরনের কার্য সম্পন্ন করে মামলা নিষ্পত্তি করায় বিচারপ্রার্থীরা সন্তুষ্ট। তিনি বলেন, এছাড়া স্পর্শকাতর মামলাগুলো সূক্ষ্মভাবে বিবেচনায় নিয়ে আদালতে বিচার প্রক্রিয়া চলছে। যাতে কোনো পক্ষই অহেতুক হয়রানির শিকার না হন। এসব বিষয়ে নজরদারি রেখেছেন বিচারক। আদালত সূত্র জানায়, জেলা ও দায়রা জজ আদালতে দায়রা মামলা রয়েছে ১৪ হাজার ৪৩৫টি। স্পেশাল ট্রাইব্যুনালে মামলা রয়েছে ১ হাজার ৭৯৭টি। বিশেষ আইনের মামলা রয়েছে ৩৪টি। ফৌজদারি রিভিশন মামলা রয়েছে ১ হাজার ৭০১টি। ফৌজদারি আপিল ২ হাজার ৩৭২টি রয়েছে। এই আদালতে মামলা নিস্পত্তি হয়েছে দায়রা মামলা ১৯২টি। ফৌজদারি রিভিশন মামলা নিষ্পত্তি হয়েছে ৮০টি। ফৌজদারি আপিলের নিষ্পত্তি ৮৮টি। পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, সব ধরনের মামলা আদালতে দ্রুত নিষ্পত্তিতে বিচারিক কাজ সম্পন্নে সব মেরিট পর্যালোচনা করেই অগ্রগতি হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক, শুনানি করেই মামলার প্রকৃত মেরিট ডকুমেন্টসহ পর্যালোচনা করে নিষ্পত্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আদালতে যাতে বাদী ও বিবাদী হয়রানির শিকার না হোন তার প্রতি দৃষ্টি রেখেই বিচারক মামলার অগ্রগতি করে রায় দেন। এতে দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীগণ সুবিচার পাচ্ছেন।
