ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. আমির হোসাইন (৩৮) নামে এক হাজতি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারারক্ষী আরমান জানান, গতকাল রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে বেলা ১১টার দিকে ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি জানান, নিহত আমির হোসাইন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৮৫২৬/২৫। নিহতের বাবার নাম মৃত আব্দুল বারেক। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
