সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গঠনের আহ্বান বাংলাদেশ বন্ধু সমাজের
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে কলহ্-দ্বন্দ্ব-সংঘাত-সন্ত্রাস ও হিংসামুক্ত সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গঠনের লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ-শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য আহ্বান জানাচ্ছি। গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বন্ধু সমাজ এর আয়োজনে সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
এসময় দেশবরেণ্য বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বন্ধুত্বের বলয় সৃষ্টির আহ্বান জানিয়ে বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব বলেন, দেশ ও জাতির উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশ যদি শান্তিময় হয় তাহলে সকল কাজ যথাযথ হয়; কিন্তু পরিবেশ যদি সহিংসমূলক হয় সেক্ষেত্রে সকল কাজ নিষ্ফল হয়। এজন্যই সকলের মধ্যে সু-সম্পর্কের জন্য বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম চালিয়ে আসছি। তিনি বলেন, সকল পর্যায়ের বিরোধ নিষ্পত্তিতে ও সকল অশান্তিপূর্ণ পরিবেশকে শান্তিময় করতে বাংলাদেশ বন্ধু সমাজকে সাংবিধানিক বৈধতায় জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করলে এই দেশটি অতিদ্রুত শান্তি, সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ হিসেবে পৃথিবীর মডেল সৃষ্টি হবে। এসময় তিনি বলেন, বাংলাদেশ বন্ধু সমাজের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাসহ সকল রাজনৈতিক দল এবং সরকারি-বেসরকারি ভিন্ন ভিন্ন প্রত্যেক দপ্তরালয় বা প্রতিষ্ঠানের সকল শীর্ষ দেশবরেণ্য মহোদয়গণদের দেশবাসীর পক্ষে বিনীত সম্মান প্রদর্শন ও উপহার প্রদান স্বরূপ সম্মাননা স্মারক ‘শান্তির দূত পদক’ প্রত্যেক পর্যায়ের স্ব স্ব স্থানে পৌঁছিয়ে দেওয়া হবে।
