যশোরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসির ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ে খুলনা সার্কেলের অঞ্চল প্রধান এবং শাখা প্রধানদের নিয়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার যশোরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় ৯৭ জন শ্রেণীকৃত ঋণ গ্রাহকের কাছ থেকে ১৩ কোটি ৯৭ লাখ টাকা শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়। সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন। যশোর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: রোকন উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে খুলনা সার্কেলাধীন সকল নির্বাহী ও অন্যান্য অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা ও বিভিন্ন শাখার গ্রাহকরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
