টার্মিনালগুলোতে তীব্র চাপ
পূজার ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। দুর্ভোগ মাথায় রেখে অনেকেই আজই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। ফলে টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি। গতকাল শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, গাবতলী ও সদরের এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
কমলাপুর রেল স্টেশনে কথা হয় বেসরকারি একটি অফিসের কর্মকর্তা হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘লম্বা ছুটি পেয়ে গত মঙ্গলবার বিকালে অফিস শেষ করে বাড়ি গিয়েছিলাম। আজ রোববার অফিস খোলা। তাই কোনো ধরনের দুর্ভোগের মুখে যেন পরতে না হয়, সেটি বিবেচনা করেই আজ ঢাকায় ফিরছি।’ সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় সরকারি অফিসে কর্মরত এক নারীর সঙ্গে। তিনি বলেন, ‘বড় ছুটি হওয়ায় ঈদের মতোই ঢাকায় ফিরতি যাত্রীর চাপ রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল ঢাকায় ফিরেছি।’
অপরদিকে, রাজধানীর প্রধান সড়কগুলো এখনও কিছুটা ফাঁকা। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়- মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, আজিমপুর ও পল্টনে এলাকায় ছুটির দিনের মতোই যাত্রীবাহী গাড়ির চাপ কম। তবে অটোরিকশার সংখ্যা ছিল অনেক বেশি। আর সায়েদাবাদ, দয়াগঞ্জ, ধোলাইপাড় এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ছুটি ছিল সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। গত বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি এবং গত শুক্রবার ও গতকাল শনিবার সাপ্তাহিক ছুটি। তাই আজ রোববার থেকে পুনরায় শুরু হবে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম।
